বাংলা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভূক্ত একটি ঐতিহ্যবাহী বিভাগ। এটি অনুষদ ভবনের তৃতীয় তলায় উত্তর-পূর্ব কোণে অবস্থিত। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ’বাংলা ভাষা ও সাহিত্য’ বিভাগ নামে ১৯৯০-১৯৯১ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে এর যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের ১ জানুয়ারি শুরু হয় প্রথম পাঠদান। পরবর্তী সময়ে এটির নামকরণ করা হয় ‘বাংলা বিভাগ’। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে বি-ইউনিটে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সুযোগপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ৮০ জন ছাত্র-ছাত্রী বাংলা বিভাগে ভর্তির সুযোগ লাভ করে। ভর্তিকৃত এসব ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয় হতে বি.এ (অনার্স), এম.এ, এম.ফিল এবং পিএইচ. ডি ডিগ্রি লাভ করে।
বাংলা বিভাগে প্রায় ৫০০ ছাত্র-ছাত্রীকে প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের উদ্দেশ্যে ২২ জন শিক্ষক এবং ৫ জন কর্মকর্তা-কর্মচারী নিবেদিত রয়েছেন। বিভাগ হতে এ পর্যন্ত ২০টি ব্যাচ বিভিন্ন শিক্ষাবর্ষে তাদের প্রাতিষ্ঠানিক-শিক্ষা শেষ করে, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছে।
বাংলা বিভাগের আয়োজনে দেশ-বিদেশের প্রতিথযশা সাহিত্যিক ও পণ্ডিতগণ বিভিন্ন সময়ে বক্তৃতা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে অন্যতম প্রফেসর আবদুল খালেক, ড. আশরাফ সিদ্দিকী, প্রফেসর চৌধুরী জুলফিকার মতিন, প্রফেসর মুহম্মদ মজিরউদ্দিন মিয়া, প্রফেসর মুহম্মদ আবু তালিব, প্রফেসর ক্ষেত্র গুপ্ত, ড. জ্যোৎস্না গুপ্ত, প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান, প্রফেসর বিশ্বজিৎ ঘোষ, প্রফেসর সারোয়ার জাহান, প্রফেসর ভূইয়া ইকবাল, প্রফেসর শামসুল আলম, প্রফেসর হায়াৎ মামুদ, প্রফেসর মহাম্মদ দানীউল হক, প্রফেসর খালেদ হোসাইন, প্রফেসর ড. স্বপন বসু, ড.অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ দাশগুপ্ত, প্রফেসর ড. বিপ্লব চক্রবর্তী ও ড. বাঁধন সেনগুপ্ত।
বাংলা বিভাগের উদ্যোগে বাংলা বর্ষবরণ, বসন্ত বরণ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখরভাবে পালিত হয়। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও খেলাধূলায় বাংলা বিভাগের রয়েছে স্বতন্ত্র সম্মান।
Visit project- http://banglaiu.com